Get Free International Master Card Along with 25 Dollar Bonus
Today Most of us work in freelancing site or want to work. Besides, we are interested to order product from different online Shopping Store and most of us are working with website. But problem is that the domain name purchasing sites and online shopping site doesn't support many country's payment method. There are number of people who know how to do freelancing site jobs but don't know how to bring their earnings to them self or due to money withdraw trouble they stop working in freelancing website. But if you want you can easily withdraw your money from your country and you can do shopping from online shopping sites. It's very simple solution is "Payoneer MasterCard". By which you can easily withdraw your money from freelancing site. So let's see how: Referral link:
( Note:For $ 25 bonus, you must open your account with this above referral link ) #What isPayoneer MasterCard ?
== Payoneer is a financial services businesswhichprovides services for Online moneytransfer and e-commerce payment . In Other Words This is avirtualbank account of US Payment Service Department.
#Who Can Order it: Any citizen 18 years or older can apply for the card Through the national id card or validpassport in online.
# What You can do with this MasterCard:-
• You can withdraw your earning money from Different freelancing sitesFor example: Up work, E lance, Freelancer including Other popular freelancing site. • With the help of this card you can order Games DVD , Computer Parts, Software, Books, Gift, Domain Name and other product। • Online Shopping anywhere in the world. • You can use advertising to promote your organization in Facebook, Twitter, Google Plus, Google, Yahoo Including all the other social networking site. • Online Bill Payment and master card supported food shop or you can pay your bill in other store. Don't cut any extra charge During payment.
# How to withdraw money with this card from Bangladesh ?
==You can withdraw your money from Bangladesh from any MasterCard supported ATM booth. In Eachwithdrawals $3.15 USD Will be Cut as Charge From your Account.
# How to openan account? If you open your account directly from payoneer website then you will not get any $25 USD Bonus. Only If you open your account with this above referral link you will get $25 USD Bonus. So, For $25 bonus, you must open your account with referral link.
#After Opening the Account?
==1. After The registration process end They will announced it in 48 hours whether they are giving you Payoneer Master Card or not. If Approved Then it Will be sent through the post office under 25 days. So you have to wait a few days to get the card. 2. After getting the Card Login to your Payoneer Account , then Click On Card Active. How to active the card you will get the instruction along with this card. 3. To active the card give the card number first then give 4 digit pin code next click on "active" button the card will be activated. *Remember the pin number. 4. Check whether the card has been active or not in your account dashboard (Confirm Message) will come.
you have to load $100 USD in your Payoneer account to get $25 USD bonus. Please note: you have to load $100 USD in your Payoneer account to get $25 USD bonus.
Payoneer MasterCard's annual charge is $30. In First deposit if you load $100 you will get back $25 USD Bonus. For Example: If you load $100 USD in your Payoneer account $30 will but cut first. $ 70 will Remain in your Payoneer account। After 1 days of $ 25 will be loaded to your Payoneer account। So you will have a total of $95 USD। Its mean You are getting this master card almost free।
Please note: Please don't Apply, if you aren't involved with anytype ofbusiness oronline freelancing jobs।
ফ্রী ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড (Free International MasterCard ) নিয়ে নিন সাথে থাকছে $২৫ (Bonus) বোনাসঃ
বর্তমানে আমরা অনেকেই বিভিন্ন ফ্রিল্যান্সিং (Freelancing) ওয়েবসাইট কাজ করি বা করতে আগ্রহি , বিভিন্ন অনলাইন শপিং সাইট (Online Shopping Site) প্রোডাক্ট অর্ডার (Product Order) করতে আগ্রহি ও অনেকে আবার ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি । কিন্তু সমস্যা হচ্ছে এসব ডোমেইন নেম (Doamin Name) কিনার সাইট ও অনলাইন শপিং সাইটে অনেক দেশের পেমেন্ত করার মেথড (Payment Method) সাপোর্ট (Support) করে না। এর মধ্যে অনেকে আছে যারা ফ্রিল্যান্সার সাইটের (Freelancer Site) কাজ জানেন কিন্তু টাকা কিভাবে আনবেন তা জানেন না বা টাকা তুলা ঝামেলা বলে ফ্রিল্যান্সিং সাইটে কাজ করাই বন্ধ করে দেন। কিন্তু আপনি চাইলে ফ্রিল্যান্সিং সাইট কাজ করে খুব সহজে আপনার টাকা দেশে নিয়ে আসতে পারেন ও অনলাইন শপিং সাইট শপিং ও করতে পারেন। এটার খুব সহজ সমাধান হচ্ছে Payoneer মাস্টারকার্ড (MasterCard) যার দারা আপনি খুব সহজে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে টাকা তুলতে পারবেন ও অনলাইন শপিং সাইট থেকে প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে
( উল্লেখ্যঃ $২৫ বোনাসের জন্য আপনাকে অবশ্যই উপরের রেফেররাল লিঙ্ক (Referral link) এর সাহায্যে অ্যাকাউন্ট খুলতে হবে। )
১। Payoneer মাস্টারকার্ড কি?
== Payoneer একটি আর্থিক সেবা ব্যবসা প্রতিষ্ঠান যেটা অনলাইনে অর্থ স্থানান্তর এবং ই-কমার্স পেমেন্ট করার জন্য সেবা প্রদান করে. অন্ন কথায় এটি হচ্ছে ইউএস পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের (US Payment Service Department) একটি ভার্চুয়াল ব্যাংক (Virtual Bank) হিসাব।
# কারা এই কার্ডটি জন্য আবেদন করতে পারবেন? ১৮ বছর বা তার বেশী বয়সী বৈধ যেকোন নাগরিক ন্যাশনাল কার্ড অথবা পাসপোর্ট এর মাধ্যমে এই কার্ডটির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
# মাস্টার কার্ড কি কাজে ব্যাবহার \ এটা দিয়ে কি কি করতে পারবেনঃ-
• বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট যেমন- ওডেক্স, ফ্রিল্যান্সার সহ অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটে আয় করা টাকা উঠাতে পারবেন। • এই কার্ডের সাহায্যে অনলাইনে গেমসের ডিভিডি (Games DVD) , কম্পিউটার পার্টস (Computer Parts) , সফটওয়্যার (Software), বই, বিভিন্ন গিফট (Gift), ডোমেইন নেমসহ আরো অন্যান্য প্রোডাক্ট (Product) অর্ডার করার কাজে ব্যবহার করতে পারবেন। • অনলাইন শপিং (Online Shopping)- বিশ্বের যেকোন অনলাইন শপিং স্টোর (Shopping Store) থেকে শপিং করতে পারবেন। • ফেসবুক (Facebook), টুইটার(Twitter), গুগুল প্লাস (Google Plus), গুগুল (Google), ইয়াহু (Yahoo) সহ অন্যন্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন। • অনলাইন বিল প্রদান ও মাস্তার কার্ড সাপোর্ট করে এমন খাবারের দোকান বা অন্যান্য দোকানে বিল দিতে পারবেন অতিরিক্ত কোন চার্জ কাটে না।।
==বাংলাদেশে মাস্তার কার্ড সাপোর্ট কর এমন যেকোন এটিএম বুথ (ATM Booth ) থেকে টাকা তুলতে পারবেন। প্রতিবার টাকা তুলতে ($৩.১৫ ) ডলার (Doller) চার্জ (Charge) কেটে নিবে।
# অ্যাকাউন্ট খুলবেন কিভাবে?
সরাসরি যদি Payoneer ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে $২৫ বোনাস পাবেন না। শুধুমাত্র রেফেররাল লিঙ্ক থেকে account খোলা হলে $২৫ বোনাস পাবেন না। বোনাসের জন্য আপনাকে অবশ্যই রেফেররাল লিঙ্ক (Referral link) এর সাহায্যে অ্যাকাউন্ট খুলতে হবে ।
==১। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে ৪৮ ঘন্টার মধ্য জানিয়ে দিবে আপনাকে ওরা মাষ্টার কার্ড দিবে কিনা ।যদি এ্যাপ্রোভ (Approve) হয় তবে ২৫ দিনের মধ্য পোষ্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবে।তাই কার্ডটি হাতে পাওয়ার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে । ২। কার্ডটি হাতে পেলে Payoneer এ্যাকাউন্ট লগিন (Login) করুন এরপর কার্ড এ্যাকটিভে (Active) ক্লিক করুন।কিভাবে চালু করতে হবে সেটার নিয়মবলি কার্ডের সাথে পেয়ে যাবেন । ৩। অ্যাক্টিভ করার জন্য আগে কার্ড নাম্বার দিন তারপর চার সংখ্যার পিন নাম্বার দিন এবার চালু বাটনে ক্লীক করলেই কার্ড চালু হয়ে যাবে। পিন নাম্বার মনে রাখুন এটা আপনার টাকা তুলতে সবসময় লাগবে। ৪। ড্যাশবোর্ডে গিয়ে দেখুন কার্ড চালু হয়েছে কিনা একটা কনর্ফাম ম্যাসেজ (Confirm Message) আসবে ।
$২৫ বোনাস পেতে হলে অবশ্যই আগে $১০০ ডলার কার্ড লোড করতে হবে।
# লক্ষ্য করুনঃ
$২৫ বোনাস পেতে হলে অবশ্যই আগে $১০০ ডলার কার্ড লোড করতে হবে।
পেওনিয়ারের বাৎসরিক চার্জ ৩০ ডলার। প্রথম ডিপোজিটে ১০০ ডলার লোড করলে ২৫ ডলার বোনাস পাবেন অর্থাৎ প্রথম যে ট্রাংজেকশন করবেন সেখান থেকে কেটে নিবে যেমন- আপনি যদি ১০০ ডলার লোড করেন তাহলে প্রথমেই ৩০ ডলার কেটে নিবে। পরে ৭০ ডলার থাকবে। এর পরে ২৫ ডলার ১ দিন পরে লোড হবে। সো আপনার মোট ডলার থাকবে ৯৫ ডলার। অর্থাৎ মাস্টারকার্ড টি আপনি প্রায় ফ্রী পাচ্ছেন।
কথা হচ্ছে Payoneer মাস্টারকার্ডে লোড কিভাবে করবেন?
যেকোনো সাইট যেগুলো পেওনিয়ারের সাথে লিঙ্ক আছে সেই সাইট থেকে করতে পারবেন, যেমন- ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার, ফাইভার ইত্যাদি।
লক্ষ্য করুন: অনুগ্রহ করে যারা কোনো ধরনের ব্যবসা অথবা অনলাইন ফ্রিল্যান্সিং কাজ এর সাথে জড়িত নন, তারা Apply করবেন না। শুধু শুধু কার্ড এনে দেশের মান নষ্ট করবেন না।