Home » , » ব্লগারে যুক্ত করুন এইচটিএমএল কালার কোড জেনারেটর টুল (Color code generator tool)।

ব্লগারে যুক্ত করুন এইচটিএমএল কালার কোড জেনারেটর টুল (Color code generator tool)।

Color code generator tool

আপনি যদি কোন ওয়েব ল্যাঙ্গুয়েজ (Web Language) বা ব্লগার টেম্পলেট কাস্টমাইজ (Blogger Template Customize) করতে চান যেমনঃ ব্যাকগ্রাউন্ডের রঙ (BG Color), ফন্টের রঙ (Font Color), সিএসএস মেনুর রঙ (Css Menu Color), লেআউটের রঙ (Layout Color) ইত্যাদি...। প্রত্যেক কালারের জন্য একটা বিশেষ কোডের (Specific Code) প্রয়োজন হবে। কিন্তু এই কোড গুলো মনে রাখা সম্ভব না দুই একটা ছাড়া কারন প্রত্যেক রঙের জন্য আলাদা কালার কোড রয়েছে।

Live Demo

ব্লগারেএইচটিএমএল কালার কোড জেনারেটর টুল যুক্ত করার পদ্ধতি

ধাপ-১ঃ প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে লগিন (Login) করে নিউ পেজ বা নিউ পোস্টে ক্লিক করুন। কম্পস (Compose) থেকে এইচটিএমএল (HTML) সিলেক্ট (Select) করুন।
ধাপ-২ঃ নিচের কোডটি (Code) কপি (Copy) করে পেস্ট (Paste) করে পাবলিশে (Publish) ক্লিক করুন।
<center> <object border="0" classid="clsid:D27CDB6E -AE6D-11CF-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" height="480" id="obj1" width="480"> <param name="movie" value="http://www.2createawebsite.com/build/color.swf"><param name="quality" value="High"><embed src="http://www.2createawebsite.com/build/color.swf" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" name="obj1" width="485" height="485" quality="High"></embed></object></center>
ব্যাস কাজ শেষ।