Home » , » কিভাবে আপনার ব্লগস্পট (Blogspot) ব্লগের টাইটেলের (Blog Title) এসইও অপটিমাইজ (Seo Optimize) করবেন?

কিভাবে আপনার ব্লগস্পট (Blogspot) ব্লগের টাইটেলের (Blog Title) এসইও অপটিমাইজ (Seo Optimize) করবেন?

seo title optimize

এটা করার কারনে এখানে পোস্টের ভিতর ব্লগের টাইটেলের পরিবর্তে পোস্ট টাইটেল টা আগে দেখাবে। এটা গুগল সার্চ ফলাফলে ও  আসবে। এটা করা দরকার কারণ ইউজার স্পেসিফিক পোস্ট কন্টেন্টের জন্য সার্চ করতে পছন্দ করে ব্লগের টাইটেল ধরে নয়। তো পোস্ট টাইটেল টা প্রথমে থাকলে সার্চ ফলাফলে আপনার পোস্ট কন্টেন্ট পাওয়ার সম্ভবনা বাড়িয়ে দে।

  ব্লগস্পট ব্লগের টাইটেলের এসইও অপটিমাইজ করার পদ্ধতিঃ


ধাপ-১ঃ প্রথমে ব্লগারড্যাশবোর্ডে যান। তারপর টেম্পলেট (Template) থেকে এডিট এইচটিএমএল(Edit Html) এ ক্লিক করুন।

Template Box  Edit Box

ধাপ-২ঃ নিচের কোডটা (Code) খুঁজে বের করুন।
<title><data:blog.pageTitle/></title>

ধাপ-৩ঃ নিচের কোডটি দ্বারা উপরের কোডটি পরিবর্তন (Replace) করে দিন।
<b:if cond='data:blog.pageType == "item"'>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title> </b:if>
ধাপ-৪ঃ টেম্পলেট সেভ (Save) করে বের হয়ে আসুন।

(লক্ষ্য করুনঃ যেকোনো পরিবর্তন করার পূর্বে আপনার টেম্পলেটের ব্যাকআপ (Backup) নিয়ে রাখুন)