Home » , , » ব্লগারে কিভাবে এইচটিএমএল আই-ফ্রেম (HTML Iframe) যুক্ত করবেন ?

ব্লগারে কিভাবে এইচটিএমএল আই-ফ্রেম (HTML Iframe) যুক্ত করবেন ?

Html iframe


ব্লগারে এইচটিএমএল আই-ফ্রেম (HTML Iframe) যুক্ত করার পদ্ধতিঃ


ধাপ-১ঃ প্রথমে ব্লগার ড্যাশবোর্ড থেকে লেআউটে (Layout) যান।

Sidebar

ধাপ-২ঃ একটি নতুন এইচটিএমএল উইজেট (New Html Widget) নিচের কোড গুলো (Code) কপি (Copy) করে যোগ করুন। যেখানে আপনি এইচটিএমএল আই-ফ্রেম (Iframe) উইজেটটা রাখতে চান।

          

 <iframe src="demo_iframe.htm" width="200" height="200"></iframe>
বর্ডার রিমুভ (Border Remove) করার জন্য বা বর্ডার না দিতে চাইলে এই কোডটি ব্যবহার করুন।
<iframe src="demo_iframe.htm" style="border:none"></iframe>
বর্ডার সাইজ (Size) পরিবর্তন করতে এই কোডটি ব্যবহার করুন।
 <iframe src="demo_iframe.htm" style="border:5px dotted red"></iframe>
এইচটিএমএল আই-ফ্রেমএ (Html Iframe) লিংক (Link) ব্যবহার করতে এই কোডটি ব্যবহার করুন।
<iframe src="demo_iframe.htm" name="iframe_a"></iframe>
<p><a href="http://www.w3schools.com" target="iframe_a">W3Schools.com</a></p>

ধাপ-৩ঃ সর্বশেষে উইজেটটি সেভ (Save) করুন।

(সংগৃহীত-Collected)