Home » , » ব্লগারে কিভাবে নতুন পোস্ট,পুরাতন পোস্ট,হোম এর জাগায় ছবি অথবা টেক্সট যুক্ত করবেন ?

ব্লগারে কিভাবে নতুন পোস্ট,পুরাতন পোস্ট,হোম এর জাগায় ছবি অথবা টেক্সট যুক্ত করবেন ?

replace olderpost newerpost or home with an image


ব্লগারে নতুন পোস্ট,পুরাতন পোস্ট,হোম এর জাগায় ছবি বা টেক্সট (Text) যুক্ত করার পদ্ধতিঃ

ধাপ-১ঃ প্রথমে ব্লগারড্যাশবোর্ডে যান। তারপর টেম্পলেট (Template) থেকে এডিট এইচটিএমএল(Edit Html) এ ক্লিক করুন।

Template Box   Edit Box   

ধাপ-২ঃ নিচের কোডটি খুঁজে বের করুন।
<b:if cond='data:newerPageUrl'>
 <span id='blog-pager-newer-link'>
 <a class='blog-pager-newer-link' expr:href='data:newerPageUrl' expr:id='data:widget.instanceId + &quot;_blog-pager-newer-link&quot;' expr:title='data:newerPageTitle'><data:newerPageTitle/></a>
 </span>
 </b:if>
 <b:if cond='data:olderPageUrl'>
 <span id='blog-pager-older-link'>
 <a class='blog-pager-older-link' expr:href='data:olderPageUrl' expr:id='data:widget.instanceId + &quot;_blog-pager-older-link&quot;' expr:title='data:olderPageTitle'><data:olderPageTitle/></a>
 </span>
 </b:if>
 <a class='home-link' expr:href='data:blog.homepageUrl'><img src="URL Address"/></a>
ধাপ-৩ঃ টেক্সট যুক্ত করতে লাল রঙ এর কোডের জায়গায় লিখুন  NEXT POST, নীল রঙ এর কোডের জায়গায় লিখুন PREVIOUS POST ,সবুজ রঙের কোডের জায়গায় লিখুন HOME
ধাপ-৪ঃ আর ছবি যুক্ত করতে প্রতি রঙের কোডের (Code) আগে এই কোড টা যোগ করে দিন।
 <img src="URL Address"/>
নিচের মত করে।
<img src="URL Address"/><data:newerPageTitle/>
 <img src="URL Address"/><data:olderPageTitle/>
 <img src="URL Address"/><img src="URL Address"/>
(লক্ষ্য করুনঃ URL Address এর স্থানে আপনার ছবির অ্যাড্রেস লিখুন।নিচের মত করে।
<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-Zkgqsj0HRL7f7Noo4z6wOr2jksrCtPb87HrGiQy-1Env3OhCu57PFGuZbYn4Pl-hRO-UiODc9VQIdL8jRfcJwKIRQXL7dASH-nVty0ByLURbg2P2fq4mvRGIiVrTOrqZC3p_rb_Y7KG1/s1600/img142.png"/>
ধাপ-৫ঃ সর্বশেষে আপনার টেম্পলেট সেভ (Save) করে বের হয়ে আসুন।

Live Demo