Home » , » কিভাবে খুব সহজে পিসির সিস্টেমের প্রপার্টিজ ও হার্ডওয়্যার ইনফর্মেশন খুঁজে বের করবেন (উইন্ডোজের জন্য) ?

কিভাবে খুব সহজে পিসির সিস্টেমের প্রপার্টিজ ও হার্ডওয়্যার ইনফর্মেশন খুঁজে বের করবেন (উইন্ডোজের জন্য) ?

Pc System Properties

পিসিতে কোন অপারেটিং সিস্টেম রয়েছে ?, কত জিবি রাম আছে ?, প্রসেসর কত ?, মাদারবোর্ডের কোনটা আছে ? এগুল পিসি কেনার আগে জানা থাকা দরকার এবং মাদারবোর্ড ডিস্ক হারিয়ে গেলে নেট থেকে সেই সফটওয়্যার গুলো ডাউনলোড করার জন্য মাদারবোর্ডের মডেল নাম্বার এগুল বের করার বেস কিছু উপায় নিচে দেয়া হল।

পিসির সিস্টেমের প্রপার্টিজ (PC system properties) ও হার্ডওয়্যার ইনফর্মেশন (Information) খুঁজে বের করার উপায়ঃ

(শুধুমাত্র উইন্ডোজের জন্য)


System Properties

প্রথমে পিসি চালু করে মাইকম্পিউটার (My Computer) ওপেন (Open) করুন। সিস্টেম প্রপার্টিজএ (System Properties) ক্লিক করুন।

Pc System requirement 2

এখানে পিসির সিস্টেমের কিছু প্রপার্টিজ (Properties) ও ইনফর্মেশন (Information) পাবেন যেমনঃ প্রসেসর, রাম, অপারেটিং সিস্টেমের তথ্য ইত্যাদি।

All Programs

বেসিক পধতিঃ

স্টার আইকনে (Start Icon) ক্লিক করুন। অল প্রোগ্রামসে (All Programs) →এক্সাসরিসে (accessories) →সিস্টেম টুলসে (System Tools)→সিস্টেম ইনফর্মেশনে (System Information) ক্লিক করুন।

Accessories

System Tools

Pc System requirement 3

ব্যাস এখানে আপনার প্রয়োজনীয় পিসির সিস্টেমের প্রপার্টিজ (PC system properties) ও হার্ডওয়্যার ইনফর্মেশন (Information) তথ্য পেয়ে যাবেন।