পেইন্টের মাধ্যমে দুটি ছবি কাস্টমাইজ অথবা যুক্ত করার পদ্ধতিঃ
ধাপ-১ঃ দুইটি ছবির মধ্যে যেটি যুক্ত করবেন সেটি প্রথমে পেইন্ট (Paint) দ্বারা ওপেন (Open) করুন। পুরো ছবিটা সিলেক্ট (Select) করে কাট (Cut) করুন নিচের মত করে।
ধাপ-২ঃ এবার দ্বিতীয় ছবিটি পেইন্ট দ্বারা ওপেন করুন। পেস্টে (Paste) ক্লিক করুন।
ধাপ-৩ঃ জায়গামত পেস্ট করে সেভ (Save) করে নিন।
এভাবে আপনার পেইন্টের (Paint) মাধ্যমে ছবি কাস্টমাইজ (Customize) অথবা যুক্ত করতে পারবেনে।