Home » , » কী-বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট

কী-বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট

Keyboard Shortcut img

কীবোর্ড অনেক শর্টকাট রয়েছে যা যানা থাকলে অনেক অল্প সময়ে টাইপ সহ আরও নানা কাজ শেষ করা সম্ভব। কীবোর্ড কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট ব্যবহার করে আমরা অনেক সময় বাঁচাতে পারি। তো চলুন এক নজরে কীবোর্ড কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট গুলো দেখা যাক।

কাজ (Work) উইন্ডোজ (Windows) ম্যাক অপারেটিং সিস্টেম (Mac OS)
মেনু এডিট (Edit menu) Alt + E Ctrl + F2 + F
ফাইল মেনু (File menu) Alt + F Ctrl + F2 + E
ভিউ মেনু (View menu) Alt + V Ctrl + F2 + V
নতুন ডকুমেন্ট (New Document) Ctrl + N Cmd + N
একটি ফাইল খুলুন (Open a file) Ctrl + O Cmd + O
প্রিন্ট অপশন (Print options) Ctrl + P Cmd + P
সব লেখা নির্বাচন (Select all text) Ctrl + A Cmd + A
কপি টেক্সট (Copy text) Ctrl + C Cmd + C
টেক্সট খোঁজা (Find text) Ctrl + F Cmd + F
টেক্সট প্রতিস্থাপন এবং খোঁজা (Find and replace text) Ctrl + H Cmd + F
ফাইল সংরক্ষণ (Save file) Ctrl + S Cmd + S
টেক্সট পেস্ট (Paste text) Ctrl + V Cmd + V
টেক্সট কাটা (Cut text) Ctrl + X Cmd + X
আগের টেক্সট থেকে পরের টেক্সটে ফিরে যাওয়া (Redo text) Ctrl + Y Shift + Cmd + Z
আগের টেক্সটে ফিরে যাওয়া (Undo text) Ctrl + Z Cmd + Z
প্রসারিত বা বড় করা (Zoom in) Jackson 94
ছোট করা (Zoom out) Jackson 94
১০০% (ডিফল্ট) জুম(Zoom 100% (default)) Jackson 94
* * *

(সংগৃহীত-Collected)